শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়

নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়নপদ্ধতি চূড়ান্তে ১৪ সদস্যের কমিটি

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১–এর আলোকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়নপদ্ধতি চূড়ান্ত করতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। ১৪ সদস্যের এই কমিটি জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা করে সুপারিশ বা মতামত দেবে। আজ মঙ্গলবার (৫ মার্চ) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

১৪ সদস্যের এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন)–কে। সদস্যসচিব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (সরকারি মাধ্যমিক অধিশাখা)।

কমিটির সদস্য হিসেবে কাজ করবেন মহাপরিচালক, কারিগরি ও মাদ্রাসা অধিদপ্তর; মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর; মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর; এনসিটিবির চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (মাধ্যমিক-১), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (কারিগরি অধিশাখা-২), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিদ্যালয়), ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ব্যানবেইসের পরিচালক, মাউশির পরিচালক (মাধ্যমিক), এনসিটিবির সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিন মোহসীন উদ্দিন।

কমিটির ছয়টি কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে—

১. কমিটিকে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা করে সুপারিশ বা মতামত দিতে হবে;

২. পাবলিক পরীক্ষাসহ মূল্যায়নপদ্ধতি পর্যালোচনা করে তা চূড়ান্ত করার লক্ষ্যে সুপারিশ করতে হবে;

৩. পাঠ্যপুস্তক প্রণয়ন, সংশোধন, পরিমার্জনের বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ করতে হবে;

৪. নতুন শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকসংশ্লিষ্ট যেকোনো বিষয় পর্যালোচনা ও সুপারিশ দেওয়া যাবে;

৫. কমিটি প্রতি মাসে অন্তত একটি করে সভা এবং প্রয়োজনে একের অধিক সভা করবে এবং

৬. গঠিত কমিটি প্রয়োজনে বিশেষজ্ঞ সদস্য বা সদস্য কো-অপ্ট করতে পারবে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাংবাদিকদের জানিয়েছিলেন, মূল্যায়নপদ্ধতি ও কারিকুলাম–সংক্রান্ত একটি সমন্বয় কমিটি গঠন করা হবে।