সারা বিশ্বে কয়েক হাজার বিশ্ববিদ্যালয় আছে। এসব বিশ্ববিদ্যালয়ে নিজ দেশের পাশাপাশি বিশ্বের অন্য দেশের শিক্ষার্থীরাও পড়াশোনা করেন। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কোন দেশে বেশি, তার একটি তালিকা প্রকাশ করেছে ডেইলিও ডট ইন নামের একটি ওয়েবসাইট। তাদের করা তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় ভারতে। সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় তালিকার দেশগুলোর মধ্যে আছে যুক্তরাষ্ট্র, ইরান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, জাপান প্রভৃতি দেশ। তালিকায় থাকা দেশগুলো একনজর দেখে নেওয়া যাক—
ফ্রান্সে ৬১৭টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলো বিশ্বমানের রন্ধনশিল্প ও ফ্যাশনের জন্য বিখ্যাত। আর এ জন্য সারা বিশ্বের শিক্ষার্থীদের আকৃষ্ট করে এসব বিশ্ববিদ্যালয়।
মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আছে ৭০৪টি বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষার জন্য অনেকে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোয় পড়াশোনা করতে যান। বিজ্ঞান ও প্রকৌশল ক্ষেত্রে দক্ষ পেশাদার কর্মী তৈরির জন্য দেশটির সুনাম আছে।
বিশ্বের অন্যতম পরাশক্তির রাশিয়ায় আছে ১ হাজার ৫৪টি বিশ্ববিদ্যালয়। রাশিয়ার সুদীর্ঘ ইতিহাস রয়েছে গণিত ও মহাকাশ গবেষণায় অবদানের জন্য। এ দুটি ক্ষেত্রে সফলতায় রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা রয়েছে।
জাপানে আছে ১ হাজার ৬৩টি বিশ্ববিদ্যালয়। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো আধুনিক প্রযুক্তি ও রোবোটিকস গবেষণার অন্যতম কেন্দ্র। এ ক্ষেত্রগুলো আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশ্ববিদ্যালয়গুলো।
১ হাজার ১৭৩টি বিশ্ববিদ্যালয় আছে মেক্সিকোয়। বৈচিত্র্যময় সংস্কৃতি ও আর্ট প্রোগ্রামের জন্য পরিচিত এসব বিশ্ববিদ্যালয়। সৃজনশীলতা ও শৈল্পিক অভিজ্ঞতা বৃদ্ধিতে কাজ করে বিশ্ববিদ্যালয়গুলো।
আমাদের অনেকের কাছে ফুটবলের দেশ হিসেবে পরিচিত ব্রাজিল। শিক্ষায় কম যায় না দেশটি। ১ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয় আছে দেশটিতে। দেশটির বিপুল প্রাকৃতিক সম্পদের ওপর ভিত্তি করে পরিবেশ ও জীববৈচিত্র্যের গবেষণায় ভূমিকা রাখে বিশ্ববিদ্যালয়গুলো।
চীনে ২ হাজার ৫৬৫টি বিশ্ববিদ্যালয় আছে। এগুলোর মধ্যে অধিকাংশ বিশ্ববিদ্যালয় কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি গবেষণায় বিখ্যাত।
ইন্দোনেশিয়ায় মোট ২ হাজার ৫৯৫টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো দেশটির দ্বীপগুলোর বিপুল জীববৈচিত্র্য ও সমুদ্রবিজ্ঞান নিয়ে গবেষণায় অবদান রাখে।
যুক্তরাষ্ট্রের ৩ হাজার ২১৬টি বিশ্ববিদ্যালয় বিস্তৃত ও বৈচিত্র্যময় উচ্চশিক্ষা প্রোগ্রামের জন্য বিখ্যাত। তাই বৈচিত্র্য পছন্দ করে এমন শিক্ষার্থীদের গন্তব্য এসব বিশ্ববিদ্যালয়।
ভারতে ৫ হাজার ২৮৮টি বিশ্ববিদ্যালয় আছে। বিশ্বের সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় আছে দেশটিতে। ভারত তার বৈচিত্র্যময় সংস্কৃতি ও বিস্তৃত প্রোগ্রামের জন্য পরিচিত। তাদের ঐতিহ্য ও শিক্ষার সুযোগের কারণে উচ্চশিক্ষায় দেশটির প্রতি বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ আছে।