অস্ট্রেলিয়ার বিদ্যালয় পাঠ্যক্রমের মান নির্ধারক ও বাংলাদেশি বিদ্যালয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। দেশটির ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্য সরকারের নির্ধারিত কর্তৃপক্ষ এবং বাংলাদেশের চট্টগ্রামের সানশাইন গ্রামার স্কুলের মধ্যে শিক্ষাব্যবস্থা বিনিময়ের এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২ মার্চ অস্ট্রেলিয়ার পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দুই দেশের আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন রাজ্যের আন্তর্জাতিক শিক্ষামন্ত্রী ডেভিড টেম্পলম্যান, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমিত চাকমা, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার, সানশাইন গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা সাফিয়া গাজী রহমান ও অধ্যক্ষ সামির রহমান এবং রাজ্যের শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।