এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ চিকিৎসক (ডাক্তার) পদবি ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে স্বাস্থ্য সহকারীদের চিকিৎসক পদবী ব্যবহার সংক্রান্ত খবরটিকে ‘গুজব’ বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন, ২০১০ অনুযায়ী এমবিবিএস ও বিডিএস পাস করা চিকিৎসক ছাড়া অন্য কেউ ডা. পদবি ব্যবহার করতে পারবেন না। বিএমডিসির কোনো কর্মকর্তা এই আইনের পরিবর্তন বা পরিমার্জন করার ক্ষমতা রাখেন না। শুধু জাতীয় সংসদ এই আইন পরিবর্তন বা পরিমার্জন করার ক্ষমতা রাখে। এমতাবস্থায় চিকিৎসক পদবি ব্যবহার–সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্যও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।