ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইইর শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন

ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২–২৩ শিক্ষাবর্ষের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের অর্থসহায়তা দিতেই বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন মেধাবী শিক্ষার্থীদের নিকট আবেদন আহ্বান করেছে।

গত ১৬ আগস্ট প্রকাশিত এক নোটিশে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের অর্থসহায়তা দেওয়া হবে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এ অর্থসহায়তা পেতে আগ্রহী প্রার্থীদের বিভাগীয় অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। সংগ্রহ করা ফরম পূরণের পর দরকারি সব কাগজসহ আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে বিভাগীয় অফিসে অথবা বিভাগের শিক্ষক মো. আহসান হাবিবের নিকটও জমা দিতে হবে।

আবেদন পদ্ধতি, আবেদনের যোগ্যতা ও অন্যান্য বিষয়ে জানতে mahabib@du.ac.bd ই–মেইলের মাধ্যমে আহসান হাবিবের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এ ছাড়া বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করতে পারবেন।