যুক্তরাজ্যের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর একটি সংস্থা রাসেল গ্রুপ। গ্রুপটির সদর দপ্তর কেমব্রিজ। গ্রুপটি যুক্তরাজ্যের ২৪টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে।
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়, ব্রিস্টল বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, কার্ডিফ বিশ্ববিদ্যালয়, ডারহাম বিশ্ববিদ্যালয়, এডিনবার্গ বিশ্ববিদ্যালয়, এক্সেটার বিশ্ববিদ্যালয়, গ্লাসগো বিশ্ববিদ্যালয়, ইমপেরিয়াল কলেজ লন্ডন, কিংস কলেজ লন্ডন, লিডস বিশ্ববিদ্যালয়, লিভারপুল বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অব ইকোনমিকস, ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার, নিউক্যাসল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব নটিংহাম, ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, কুইন মেরি, ইউনিভার্সিটি অব লন্ডন, কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্ট, ইউনিভার্সিটি অব শেফিল্ড, ইউনিভার্সিটি অব সাউদাম্পটন, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, ইউনিভার্সিটি অব ওয়ারউইক, ইউনিভার্সিটি অব ইয়র্ক।
রাসেল গ্রুপের ২৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের অন্যতম শিক্ষাসংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান আইডিপি বাংলাদেশ ১৮টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে। আইডিপিতে ফাস্টলেন আবেদনের সুযোগ রয়েছে এবং এই প্রক্রিয়ায় শিক্ষার্থীরা সাত দিনের মধ্যে অফার লেটার পেয়ে থাকেন। নির্দেশিকাও প্রদান করে আইডিপি। শিক্ষাসংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের সেরা বিশ্ববিদ্যালয়ে একটি উপযুক্ত কোর্স খুঁজে পেতে সাহায্য করে। এর ফলে শিক্ষার্থীরা তাঁদের ভালো ক্যারিয়ার গড়ার সুযোগ পান।
বৃত্তি আবেদন এবং স্টেটমেন্ট অব পারপোজ (এসওপি)–এর জন্য নির্দেশিকাও প্রদান করে আইডিপি। যদি কোনো শিক্ষার্থী রাসেল গ্রুপের বিশ্ববিদ্যালয়ে আইডিপি-এর মাধ্যমে আবেদন করেন, তাহলে তাঁদের আবেদনের ফি মওকুফ করা হয়। স্নাতক, মাস্টার্স, রিসার্চ মাস্টার্স এবং পিএইচডি–এর জন্য আবেদন করা যায় রাসেল গ্রুপের বিশ্ববিদ্যালয়গুলোতে।
যুক্তরাজ্যের ২৪টি বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগই অফার লেটার ইস্যু করতে ৬ থেকে ৯ সপ্তাহ সময় নেয়। ২৮ দিনের ব্যাংক স্টেটমেন্টে প্রয়োজনীয় তহবিলসহ যুক্তরাজ্যের ভিসার আবেদন জমা দিতে হয়। সাধারণত রাসেল গ্রুপ কনফারমেশন অব অ্যাকসেপট্যান্স (সিএএস) লেটার ইস্যু করতে সাত দিন সময় নেয়, যা ভিসার আবেদন জমা দেওয়ার জন্য বাধ্যতামূলক একটি নথি। ভিসার আবেদন জমা দেওয়ার পর ইউকেভিআই যেকোনো শিক্ষার্থীর জন্য ভিসা ইস্যু করতে ১৫ দিন থেকে ১ মাস সময় নেয়।
যদি কোনো শিক্ষার্থী রাসেল গ্রুপের বিশ্ববিদ্যালয়ে পড়ার পরিকল্পনা করে থাকেন, তবে কোর্স শুরু হওয়ার ৬ থেকে ৯ মাস আগে তার প্রক্রিয়া শুরু করতে হয়। আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের ইউসিএএস–এর মাধ্যমে আবেদন জমা দিতে হবে এবং ইউসিএএস আবেদনের সময়সীমা ২০২৪ সালের ১৫ জানুয়ারি।
এ ছাড়া বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের আবেদনের তারিখ ২০২৪ সালের জানুয়ারির মাঝামাঝি। রাসেল গ্রুপের বিশ্ববিদ্যালয়গুলো ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি দেয়। কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি আছে। সরাসরি এসব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলার জন্য একটি ভার্চ্যুয়াল ইভেন্ট আছে আগামীকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর)।
বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই ভার্চ্যুয়াল ইভেন্ট। এ ইভেন্টে এখান থেকে রেজিস্ট্রেশন করা যাবে।