বিএসএমএমইউর ফেলোশিপের আবেদন শেষ ১০ জুন, কোর্স ফি ১০০০০

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ প্রোগ্রাম’–এর জন্য আবেদন গ্রহন চলছে। বিএসএমএমইউর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের অধীনে স্পাইনাল নিউরোসার্জারি ডিভিশন ও স্কলবেজ নিউরোসার্জারি ডিভিশন পরিচালিত জুলাই ২০২৩ সেশনে এক বছর মেয়াদি “অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ প্রোগ্রাম”–এর জন্য যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে।’

আবেদনের যোগ্যতা

নিউরোসার্জারি বিষয় এমএস/এফসিপিএস ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ ৪৫ বছর (৩০-৬-২০২৩)। সরকারি-বেসরকারি ও বিএসএমএমইউর প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের শর্ত

কোর্সটি সার্বক্ষণিক। নির্বাচিত প্রার্থীদের সার্বক্ষণিকভাবে স্পাইনাল নিউরোসার্জারি ডিভিশন ও স্কলবেজ নিউরোসার্জারি ডিভিশনের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। কোর্স ফি ১০ হাজার টাকা। নির্বাচিত প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে। কোর্স শুরুর সময় স্পাইনাল নিউরোসার্জারি ডিভিশন ও স্কলবেজ নিউরোসার্জারি ডিভিশনের অ্যাকাউন্টে caution Money হিসেবে ১০ হাজার টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ

আবেদন ফরমের ফি বাবদ ২০০ টাকা জমা দিয়ে অফিস চলাকালীন সময়ে বিএসএমএমইউর সি-ব্লকের পঞ্চমতলায় ৫০৬ নম্বর রুম থেকে ফরম সংগ্রহ করা যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ১০ জুন।