জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়

শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিপেটা, জলকামান

এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বেসরকারি কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষকদের লাঠিপেটা করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পাশাপাশি জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সামনে এ ঘটনা ঘটে। এমপিওভুক্তির দাবিতে গত মঙ্গলবার থেকে মাউশির সামনে বিক্ষোভ করছিলেন এই শিক্ষকেরা। বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো কর্মসূচি পালন করতে এসেছিলেন। তবে পুলিশের লাঠিপেটায় তাঁদের ফিরে যেতে হয়েছে।

শিক্ষকদের আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘আমরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছিলাম। পুলিশ সদস্যরা এসে কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে আমাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এই হামলায় আমাদের অন্তত ২০ জন শিক্ষক আহত হয়েছেন।’  তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সভাপতি নেকবর হোসেন।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, সচিবালয় এলাকায় সভা–সমাবেশ নিষিদ্ধ। কিন্তু ১৫০–২০০ জন শিক্ষক দীর্ঘক্ষণ সচিবালয়ের সামনের সড়ক অবরোধ করে রাখেন। অনেক অনুরোধ করা হলেও তাঁরা সড়ক ছাড়তে চাননি। পরে পুলিশ তাঁদের সরিয়ে দিয়েছে।