পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি থাকায় মাদ্রাসার শিক্ষক–কর্মচারীদের এপ্রিল মাসের এমপিওর অনলাইন আবেদনের সময় দুই দিন বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১ থেকে ৬ এপ্রিলের মধ্যে প্রতিষ্ঠানের প্রধানেরা এই আবেদন পাঠাবেন। আর উপজেলা–থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ১ থেকে ৮ তারিখের মধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস সেলে এই আবেদন পাঠাতে হবে। এমন নির্দেশনা দিয়ে গতকাল সোমবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সব মাদ্রাসাপ্রধান ও সংশ্লিষ্টদের চিঠি পাঠিয়েছে।
ওই আদেশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (মাদ্রাসা) শিক্ষক–কর্মচারীদের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালার–২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত–পরিমার্জিত) আলোকে প্রতি মাসের ৪ তারিখের মধ্যে প্রতিষ্ঠানের প্রধান মেমিস সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন সংশ্লিষ্ট উপজেলা–থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে দাখিল করেন এবং প্রতি মাসের ৮ তারিখের মধ্যে উপজেলা–থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস সেলে পাঠানোর নির্দেশনা রয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি থাকায় এপ্রিল মাসের অনলাইন আবেদন ১ থেকে ৬ তারিখের মধ্যে প্রতিষ্ঠানের প্রধান মেমিস সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন সংশ্লিষ্ট উপজেলা–থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে এবং ১ থেকে ৮ তারিখের মধ্যে উপজেলা–থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস সেলে পাঠানোর নির্দেশনা দেওয়া হলো।