আপিল বিভাগের ৩ নির্দেশনা প্রতিপালনে আহ্বান ইউজিসির

চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পর্যবেক্ষণ ও নির্দেশনা প্রতিপালনের জন্য আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) ইউজিসি সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আদালতের তিন নির্দেশনা প্রতিপালনের জন্য নির্দেশনা দিয়েছে ইউজিসি।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পর্যবেক্ষণ ও নির্দেশনাগুলো হলো—

১. সব প্রতিবাদকারী কোমলমতি ছাত্রছাত্রীদের স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে গিয়ে নিজ নিজ কাজে অর্থাৎ পড়াশোনায় মনোনিবেশ করতে বলা হলো।

২. দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা প্রক্টর ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তাঁদের ছাত্রছাত্রীদের স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন মর্মে এই আদালত আশা করে।

৩. স্বতঃস্ফূর্ত প্রতিবাদকারী ছাত্রছাত্রীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাঁদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরতে পারবেন। আদালত মূল দরখাস্তটি নিষ্পত্তিকালে তাঁদের বক্তব্য বিবেচনায় নেবেন।

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এর মধ্যে গত রোববার ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু করেছেন তাঁরা। প্রথম দুই দিন গত রোব ও সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকাসহ সারা দেশের গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা। গত মঙ্গলবার গণসংযোগ কর্মসূচি পালনের পর গতকাল বুধবার আবার সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত তাঁরা সড়ক ও রেলপথ অবরোধ করেন। তাঁদের এ কর্মসূচিতে সারা দেশ থেকে রাজধানী অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায়। সারা দিনের অবরোধে সড়কে যানবাহন আটকে থাকায় দিনভর চরম ভোগান্তিতে পড়তে হয় রাজধানীবাসীকে।