বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির চূড়ান্ত অনুমোদনের দায়িত্ব দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোকে। সংশ্লিষ্ট বোর্ডগুলো নীতিমালা অনুযায়ী বোর্ড সভায় এ কাজ করবে। এত দিন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিত মন্ত্রণালয়।
এমন বিধান রেখে আজ রোববার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক আজ এ নীতিমালায় সই করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিগগিরই এ নীতিমালা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
নীতিমালা অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির ক্ষেত্রে কোনো আবেদন নীতিমালার বিধিবিধান সাপেক্ষে নামঞ্জুর হলে তা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানকে কারণসহ জানাতে হবে।