ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধ। সম্প্রতি মেহেরপুরের বৈদ্যনাথতলা এলাকায়
ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধ। সম্প্রতি মেহেরপুরের বৈদ্যনাথতলা এলাকায়

স্কুল-কলেজে মুজিবনগর দিবস যেভাবে পালিত হবে

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামীকাল বুধবার (১৭ এপ্রিল) পালিত হবে ঐতিহাসিক মুজিবনগর দিবস। এ উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। দিবসটি উপলক্ষে ওই দিন সব শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া-প্রার্থনার আয়োজন করতে হবে। এক চিঠির মাধ্যমে এ তথ্য জানিয়েছে মাউশি।

মুজিবনগর দিবস প্রতিবছরের মতো এবার পালন করা হবে। দিবসটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনে পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড এবং স্কুল–কলেজের শিক্ষার্থীদের গার্ড অব অনার কুচকাওয়াজ প্রদর্শন করা হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছে মাউশি।