ইউনেসকোতে ইয়ং প্রফেশনাল প্রোগ্রাম, ফ্রান্সসহ ইউনেসকোর বিভিন্ন দেশের অফিসে কাজ

ইউনেসকো ইয়ং প্রফেশনাল প্রোগ্রামে আবেদনের জন্য ইংরেজি বা ফরাসি ভাষায় চমৎকার দখল থাকতে হবে। তবে ইংরেজি ও ফরাসি উভয় ভাষায় যাঁদের দখল থাকবে, তাঁরা অগ্রাধিকার পাবেন
ছবি: সংগৃহীত

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর একটি প্রোগ্রাম ইয়ং প্রফেশনাল। এ প্রোগ্রামে আছে কাজের সুযোগ। এ প্রোগ্রামের অধীনে ইউনেসকোর ব্যুরো অব হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট প্যারিসে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় অথবা বিভিন্ন দেশে অবস্থিত ইউনেসকোর অফিসে কাজ করার জন্য পি-১/পি-২ স্তরের স্টাফ নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশিরাও আবেদনের সুযোগ পাবেন। বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।

আবেদনে যে যে যোগ্যতা দরকার—

  • প্রার্থীকে একটি উন্নত বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা, প্রাকৃতিকবিজ্ঞান, সামাজিক এবং মানববিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা এবং উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা, ব্যবসায় প্রশাসন, মনোবিজ্ঞান, আইন, নিরীক্ষা, ফিন্যান্স, হিসাববিজ্ঞান, মিডিয়া, সাংবাদিকতা, সর্বসাধারণের তথ্য, সাংস্কৃতিক নীতি ও উন্নয়নে মাস্টার্স বা সমতুল্য ডিগ্রিধারী হতে হবে।

  • ইংরেজি বা ফরাসি ভাষায় চমৎকার দখল থাকতে হবে। তবে ইংরেজি ও ফরাসি উভয় ভাষায় যাঁদের দখল থাকবে, তাঁরা অগ্রাধিকার পাবেন।

  • প্রার্থীদের ইউনেসকোর মূল্যবোধ তথা অখণ্ডতা, পেশাদারি, নৈতিকতা এবং বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধার বিষয়ে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। এ ছাড়া পূর্ববর্তী প্রাসঙ্গিক কাজ করার অভিজ্ঞতা প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

  • প্রার্থীর বয়স আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। অর্থাৎ প্রার্থীর জন্ম ১ জানুয়ারি ১৯৯১ সালের পরে হতে হবে।

ইউনেসকো ইয়ং প্রফেশনাল প্রোগ্রামে প্যারিসে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় অথবা বিভিন্ন দেশে ইউনেসকোর অফিসে কাজ করার জন্য স্টাফ নিয়োগ দেওয়া হবে

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীদের আবেদন যাচাই-বাছাইয়ের জন্য নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনে ই-মেইল (natcombd@yahoo.com এবং cc: ahmed2labib@yahoo.com) যোগে এক কপি এবং ডাকযোগে আবেদনের হার্ড কপি পাঠানোর জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

  • আবেদনপত্রের সঙ্গে সিভি, শিক্ষাগত যোগ্যতার সনদ, ইউনেসকো কর্তৃক সরবরাহ করা পূরণকৃত তথ্য ছক, ইংরেজি বা ফরাসি ভাষা দক্ষতার সনদ, নিজ নিজ জন্মসনদ, এ ধরনের কাজ করার পূর্ব অভিজ্ঞতার সনদ আবেদনের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে।

  • এ-সংক্রান্ত ইউনেসকোর পত্র এবং অন্যান্য ডকুমেন্টসতে দেওয়া আছে।

  • যেকোনো বিষয়ে জানাতে 01791657854 নম্বরে যোগাযোগ করা যাবে।

  • এ ছাড়া প্রার্থীকে ৩১ অক্টোবরের মধ্যে হালনাগাদ সিভি (ইংরেজি বা ফরাসি ভাষায়, একের বেশি পৃষ্ঠার বিনা মূল্যের টেমপ্লেট ব্যবহার করে) YPP unesco.or ঠিকানায় পাঠাতে হবে।

  • ইউনেসকোতে ইয়ং প্রফেশনাল প্রোগ্রামের আবেদনসহ বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন