ঢাকা শহরে তাপ ও কার্বন নিঃসরণ কমাতে সরকারি স্কুলগুলোতে ছাদবাগান ও সবুজ প্রাচীর নির্মাণের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ নির্দেশনা রাজধানীর ৩৩টি সরকারি স্কুলের জন্য দেওয়া হয়েছে। মাউশির এক চিঠিতে বলা হয়েছে, প্রকল্পটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে হার্টিকালচার বিভাগের আওতায় বাস্তবায়ন হবে।
ঢাকা শহরে জলবায়ু পরিবর্তন প্রশমন ও অভিযোজন ক্ষমতাসম্পন্ন সবুজ ছাদবাগান ও সবুজ প্রাচীর নির্মাণ করে শহরে তাপ ও কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা বাস্তবায়নের এ প্রকল্পের আওতায় ঢাকা শহরের ৩৩টি সরকারি স্কুলে (তালিকা সংযুক্ত) ছাদবাগান ও সবুজ প্রাচীর প্রতিষ্ঠা করা হবে।
স্কুলের একজন স্টাফ ও পাঁচজন ছাত্রকে ছাদবাগান রক্ষণাবেক্ষণের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। সংশ্লিষ্ট স্কুলের ছাত্রদের সমন্বয়ে একটি গ্রিন ক্লাব প্রতিষ্ঠার কার্যক্রমও গ্রহণ করা হয়েছে। শিক্ষা অধিদপ্তরের দেওয়া তালিকা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে এ প্রকল্পের প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য বলা হয়েছে।