শিক্ষার্থীদের বৃত্তি ও গবেষণায় সহযোগিতার জন্য প্রথম আলোর সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। গত সোমবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই হয়।
প্রথম আলো–এনএসইউ মেরিট স্কলারশিপ প্রোগ্রামের এই সমঝোতা স্মারকের আওতায় এনএসইউর মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে) বিভাগের মেধাবী দুজন শিক্ষার্থী বৃত্তি পাবেন। বৃত্তি পাওয়া শিক্ষার্থীর চার বছরের স্নাতক (সম্মান) ডিগ্রি পর্যন্ত পড়াশোনার ব্যয় প্রথম আলো ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সমানভাবে বহন করবে। এ ছাড়া গবেষণাকাজের পুরো ব্যয় বহন করবে বিশ্ববিদ্যালয়।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য আতিকুল ইসলাম ও প্রথম আলোর পক্ষে সম্পাদক মতিউর রহমান সমঝোতা স্মারকে সই করেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, ২০২৪ সালের বসন্ত ও গ্রীষ্মকালীন শিক্ষা মেয়াদে একজন করে মোট দুজন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্সেস ইন মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে (বিএসএস ইন এমসিজে) ভর্তি পরীক্ষায় শীর্ষ স্থান অর্জনকারী দুই শিক্ষার্থী এই বৃত্তি পাবেন।
অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম বলেন, প্রথম আলো দেশের শীর্ষ গণমাধ্যম। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা করে প্রথম আলো। তাই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষা কার্যক্রমের সঙ্গে গণমাধ্যমের সেতুবন্ধ রচনা, সহযোগিতা ও একসঙ্গে কাজ করার লক্ষ্য পূরণে প্রথম আলোকে পাশে চেয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। সাংবাদিকতায় শিক্ষা কার্যক্রমসংক্রান্ত প্রাতিষ্ঠানিক শিক্ষা ও ব্যবহারিক অভিজ্ঞতার মধ্যে ব্যবধান কমাতে এই সমঝোতা স্মারক ভূমিকা রাখবে।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, এটি ভালো উদ্যোগ। সাংবাদিকতা খুব গুরুত্বপূর্ণ পেশা। সাধারণত বার্তাকক্ষের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সরাসরি সংযোগ থাকে না। যে যার যার জায়গা থেকে কাজ করে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৃত্তি, গবেষণা, সম্মেলন ও আলোচনা সভার মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ স্থাপনে প্রথম আলো উৎসাহবোধ করছে।
এই উদ্যোগ সম্পর্কে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক (গণমাধ্যম, যোগাযোগ ও সাংবাদিকতা কর্মসূচি) রিজওয়ান উল আলম বলেন, বৃত্তি ছাড়াও চার বছর মেয়াদি এই সমঝোতা স্মারকে ছাত্র পরিদর্শন, যৌথ গোলটেবিল বৈঠক, সহযোগী গবেষণা এবং যৌথ নীতিপত্রের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস কে তৌফিক এম হক এবং গণমাধ্যম, যোগাযোগ ও সাংবাদিকতা কর্মসূচির সমন্বয়ক মো. হারিছুর রহমান; প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, সহযোগী সম্পাদক সুমনা শারমীন, যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, উপসম্পাদক এ কে এম জাকারিয়াসহ অনেকে।