গ্রুপ অব এইট (Go8) হলো অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর একটি শিক্ষা বলয়। বিশ্ববিদ্যালয়গুলো হলো—অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ান জাতীয় বিশ্ববিদ্যালয়, মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, মোনাশ বিশ্ববিদ্যালয়, নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়, কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়, সিডনি বিশ্ববিদ্যালয় ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়। গ্রুপ অব এইটের বিশ্ববিদ্যালয়গুলো অস্ট্রেলিয়ার বৃহত্তম ও প্রাচীনতম বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশের অন্যতম শিক্ষাসংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান আইডিপি বাংলাদেশ (IDP) অস্ট্রেলিয়ার ওই আট বিশ্ববিদ্যালয় গ্রুপের প্রতিনিধিত্ব করে। এই শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানটির বাংলাদেশের কাউন্সেলররা ওই আট বিশ্ববিদ্যালয়ের প্রামাণিক তথ্য প্রদান করেন এবং অস্ট্রেলিয়ায় ভর্তি, বৃত্তি, ভিসা ও বাসস্থানের বিষয়ে শিক্ষার্থীদের সহায়তা করেন।
আটটি বিশ্ববিদ্যালয়ের সব গ্রুপের আবেদন ফি ১০০ থেকে ১৫০ অস্ট্রেলীয় ডলার পর্যন্ত হয়ে থাকে। আইডিপি থেকে আবেদন করলে কোনো শিক্ষার্থী এ ফি মওকুফ পাওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া বাংলাদেশি শিক্ষার্থীরা তাঁদের একাডেমিক ফলাফলের ভিত্তিতে আইডিপির মাধ্যমে আবেদন করলে ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি পেতে পারেন।
আইডিপি বাংলাদেশ ২৮ নভেম্বর বেলা একটা থেকে তিনটা পর্যন্ত গ্রুপ অব এইট ইভেন্টের আয়োজন করছে। যাঁরা বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপ সম্পর্কে জানতে আগ্রহী, তাঁরা এই ইভেন্টে অংশ নিতে পারন। ইভেন্টটি ভার্চ্যুয়াল। শিক্ষার্থীরা এ জন্য এই লিংকে ঢুঁ মেরে নিবন্ধন করতে হবে।