বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে ব্র্যাকের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যার ফজলে হাসান আবেদের নামে করার প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রস্তাবে বিশ্ববিদ্যালয়টির নাম করা হয়েছে ‘স্যার ফজলে হাসান আবেদ ইউনিভার্সিটি’; যা সংক্ষেপে করা হয়েছে ‘আবেদ ইউনিভার্সিটি’।
ব্র্যাক ইউনিভার্সিটি ও ইউজিসির সূত্রে এসব তথ্য জানা গেছে।
ইউজিসির কাছে মতামতের জন্য প্রস্তাব এসেছে। কিন্তু এখনো তাঁরা মতামত দেননি।নাম প্রকাশে অনিচ্ছুক ইউজিসির একজন কর্মকর্তা
ব্র্যাক ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে স্যার ফজলে হাসান আবেদের নামে করার প্রস্তাবের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর পর তার ওপর মতামত দিতে সেটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে পাঠিয়েছে মন্ত্রণালয়।
ব্র্যাক ইউনিভার্সিটির একটি সূত্র জানিয়েছে গত মে মাসে এই প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ইউজিসির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তাঁদের কাছে মতামতের জন্য প্রস্তাব এসেছে। কিন্তু এখনো তাঁরা মতামত দেননি।
এ বিষয়ে ইউজিসির সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয়) অধ্যাপক বিশ্বজিৎ চন্দ প্রথম আলোকে বলেন বিষয়টি এখনো তাঁর কাছে আসেনি।
২০০১ সালে ব্র্যাক ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে শিক্ষার্থী ১৩ হাজারের বেশি।