আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে (আইওআই) স্বর্ণপদক জিতেছে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র দেবজ্যোতি দাস সৌম্য। প্রথম বাংলাদেশি হিসেবে সৌম্য এ পদক অর্জন করেছে।
বাংলাদেশ থেকে ব্রোঞ্জপদক অর্জন করেছেন দুইজন। তাঁদের একজন জারিফ রহমান। আরেকজন আকিব আজমাইন তূর্য। জারিফ রাজশাহীর শাহ্ মখদুম কলেজের শিক্ষার্থী । এবারের ৩৬তম আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াড শুরু হয়েছে ১ সেপ্টেম্বর। চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। মিসরের আলেকজান্দ্রিয়ার আরব একাডেমি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেরিটাইম ট্রান্সপোর্টে বসেছে এবারের আসর।
অলিম্পিয়াডের এবারের পর্বে অংশ নিয়েছে বাংলাদেশ দলের চার সদস্য। দলে আছে দেবজ্যোতি দাস সৌম্য, জারিফ রহমান, আকিব আজমাইন তূর্য ও দেশ আচার্য। দলনেতা হিসেবে আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক এম সোহেল রহমান।২০২২ ও ২০২৩ সালের আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে সৌম্য অংশগ্রহণ করেছিল। ২০২২ সালে ব্রোঞ্জপদক এবং ২০২৩ সালে রৌপ্যপদক জিতেছে সৌম্য। এবার বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণপদক পেয়েছে সে। অন্যদিকে জারিফ ২০২৩ সালে পেয়েছে ব্রোঞ্জপদক এবং ২০২২ সালে পেয়েছে অনারেবল মেনশন।
প্রথমবার আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াড ১৯৮৯ সালে অনুষ্ঠিত হয়েছিল বুলগেরিয়াতে।
*স্বর্ণপদক জিতেছে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র দেবজ্যোতি দাস সৌম্য।
*দেবজ্যোতি দাস সৌম্য ও বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
*প্রথমবার আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াড ১৯৮৯ সালে অনুষ্ঠিত হয়েছিল বুলগেরিয়াতে।
আন্তর্জাতিক পর্বে দুই দিন ধরে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিদিন প্রত্যেক প্রতিযোগীকে চারটি করে সমস্যা দেওয়া হয়। সমাধান করার জন্য সময় থাকে পাঁচ ঘণ্টা। এ সময় প্রতিযোগীরা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারে না এবং কোনো বই থেকেও সহায়তা নিতে পারে না। সমস্যার সমাধান করতে হয় প্রোগ্রামিং ভাষা সি অথবা সি++ দিয়ে।
বাসস জানায়, আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের পক্ষে স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করায় দেবজ্যোতি দাস সৌম্য ও বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। গতকাল এক বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের তরুণ মেধাবী শিক্ষার্থীদের এই অর্জন আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সম্মান বৃদ্ধি করেছে। আমি এই অর্জনে অত্যন্ত আনন্দিত।’