জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে ভর্তি বাতিল ও পুনঃ ভর্তি ফি কমানো হয়েছে। আগে ভর্তি বাতিল ও পুনঃ ভর্তির ক্ষেত্রেও শিক্ষার্থীদের গুনতে হতো ৭০০ টাকা। শিক্ষার্থীদের জন্য এ ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি বাতিল ও পুনঃ ভর্তির জন্য শিক্ষার্থীদের দিতে হবে ২০০ টাকা। আগের চেয়ে ৫০০ টাকা কমে ভর্তি বাতিল ও পুনঃ ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ভর্তি পরিচালনা কমিটি এ দুটি সেবার জন্য ফি কমানোর সুপারিশ করে। পরে তা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৯৬তম সভায়ও পাস হয়। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ২৩৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বাতিল ও পুনঃ ভর্তির ক্ষেত্রে পরিবর্তিত ফি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।