শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শহীদুর রশীদ ভূঁইয়া, সহ-উপাচার্য অধ্যাপক অলোক কুমার পাল ও প্রক্টর অধ্যাপক মো. হারুন-উর-রশীদ পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) রাতে তাঁরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম এ খবর নিশ্চিত করেছেন।

গতকাল বিকেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ–উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর ও ছাত্র পরামর্শককে পদত্যাগের আলটিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেকৃবি শাখার সমন্বয়ক মো. তৌহিদ আহমেদ আশিক। তবে আলটিমেটামের সময় শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রক্টর তারও আগে পদত্যাগ করেন বলে জানান সমন্বয়কারী শিক্ষার্থীরা।

অধ্যাপক শহীদুর রশীদ ভূঁইয়া ২০২০ সালের ১৭ নভেম্বর উপাচার্য হিসেবে নিয়োগ পান। গত বছরের ৩০ এপ্রিল অধ্যাপক অলোক কুমার পালকে সহ–উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।