ইউরোপীয় পার্লামেন্টের শুমান ট্রেইনিশিপ, আবেদন শেষ ৩১ অক্টোবর

ইউরোপীয় পার্লামেন্ট দুই ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থী এবং ইইরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট। ইউরোপীয় পার্লামেন্ট ট্রেইনিশিপ ২০২৪–এ আবেদন আহ্বান করা হয়েছে। ইউরোপীয় পার্লামেন্ট দুই ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। শুমান ট্রেইনিশিপ এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের সঙ্গে ট্রেইনিশিপ। যেহেতু সবার আবেদনের সুযোগ আছে, তাই শুমান ট্রেইনিশিপ নিয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

ইউরোপীয় পার্লামেন্টের অফিস ব্রাসেলস বা লুক্সেমবার্গে এসব প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রশিক্ষণের মেয়াদ পাঁচ মাস। শুমান প্রশিক্ষণের সময় মাসে মাসে অর্থ পাবেন শিক্ষার্থীরা। আবেদনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। নির্বাচিত প্রশিক্ষণার্থীরা নানা সুযোগ পাবেন।

শুমান ট্রেইনিশিপের বিস্তারিত

ট্রেইনিশিপ দেশ: ব্রাসেলস বা লুক্সেমবার্গ

সময়কাল: ৫ মাস

প্রশিক্ষণ শুরুর তারিখ: মার্চে শুরু এবং জুলাইয়ে শেষ।

প্রশিক্ষণার্থীর সংখ্যা: প্রতিবছর ৮০০ জন প্রশিক্ষণের সুযোগ পাবেন।

ট্রেইনিশিপের সুবিধা

  • নির্বাচিত প্রশিক্ষণার্থী পাবেন ভ্রমণ ভাতা

  • জীবনযাত্রার ব্যয় মেটাতে মাসিক বৃত্তি

  • প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বাসস্থান সুবিধা

ইউরোপীয় পার্লামেন্টের অফিস ব্রাসেলস বা লুক্সেমবার্গে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ পাঁচ মাস

প্রশিক্ষণের বিষয়গুলো

• যোগাযোগ
• আইন
• বহুভাষা
• আন্তর্জাতিক সম্পর্ক
• প্রশাসন
• অবকাঠামো ও লজিস্টিকস
• ইইউ অভ্যন্তরীণ নীতি
• আইটি
• মানবসম্পদ

আরও অনেক বিষয়ে প্রশিক্ষণের সুযোগ আছে।

আবেদনের যোগ্যতাসমূহ

  • আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নেই;

  • ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশের শিক্ষার্থী বা যেকোনো দেশের নাগরিক হতে হবে;

  • কমপক্ষে বিশ্ববিদ্যালয় পর্যায়ে তিন বছরের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।  

ইউরোপিয়ান পার্লামেন্ট ট্রেইনিশিপ ২০০২৪-এর শুমান ট্রেইনিশিপের জন্য আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত

ইইউর বাইরের নাগরিকদের জন্য করণীয়

  • যে কেউ প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে, আপনাকে ভিসা, বসবাসের অনুমতি এবং প্রয়োজনীয় ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। ইউরোপীয় পার্লামেন্ট এসব ক্ষেত্রে কোনো ব্যয় বহন করবে না। ইউরোপীয় পার্লামেন্ট শুধু সীমিত ভ্রমণ ভাতা, মাসে বৃত্তিসহ কিছু ভাতা দেবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনার সনদ।

  • একটি পাসপোর্ট ও পরিচয়পত্রের কপি।

  • সর্বশেষ ছয় মাস আগের অপরাধমূলক রেকর্ডের একটি অনুলিপি, থানা থেকে নিতে হবে।

আবেদনের শেষ তারিখ

ইউরোপিয়ান পার্লামেন্ট ট্রেইনিশিপ ২০০২৪-এর শুমান ট্রেইনিশিপের জন্য আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত।