উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পড়তে যান অনেকেই। কেউ বৃত্তি পেয়ে, কেউ নিজ পকেটের অর্থ খরচ করে পড়াশোনা করেন। বিদেশে পড়ার সময়ে অর্থ কীভাবে খরচ করতে হবে, তার একটি পরিকল্পনা দরকার। কারণ, অর্থের অপচয় বা অযথা ব্যয় বিপদে ফেলতে পারে শিক্ষার্থীদের। প্রথমবার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের অর্থ ব্যয় বা অর্থ ব্যবস্থাপনা নিয়ে নানান ঝক্কিঝামেলায় পড়তে হয়। এখানে কিছু পরামর্শ দেওয়া হলো।
পড়তে গিয়ে একটি বাজেট করে ফেলতে হবে। বাজেট মানে, কোথায় কী কী ভাবে অর্থ ব্যয় হবে, তার একটি তালিকা শিক্ষার্থীদের ঠিক করতে হবে। বাজেট দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে করে ফেলতে হবে। এটা করতে পারলে আর্থিক ব্যবস্থাপনাটাও সঠিক পথে চলবে।
পড়তে বিশ্বের যে শহরে যান না কেন, গিয়েই নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলে ফেলা দরকার। এতে আর্থিক লেনদেনে সুবিধা হবে।
বিদেশে গিয়ে প্রথমেই আয়ের একটি পথ খুঁজতে হবে। বিশ্বের অনেক দেশে পড়াশোনার ফাঁকে শিক্ষার্থীদের কাজের সুযোগ দেয়। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ বিশ্বের অনেক দেশেই এই সুযোগ আছে। সপ্তাহের ২০ ঘণ্টার মতো কাজের সুযোগ পান শিক্ষার্থীরা। তাই খণ্ডকালীন কাজ ও ইন্টার্নশিপের খোঁজ করতে হবে। এতে পকেটে বাড়তি কিছু অর্থ আসবে, আর জীবনযাত্রার ব্যয় মেটাতে সুবিধা হবে।
শিক্ষার্থীদের জন্য বিশ্বের অনেক দেশেই ছাড়ের কেনাকাটার সুযোগ থাকে। বিশ্বের অনেক রেস্তোরাঁ, দোকান, মুভি থিয়েটার ও পরিবহনসেবায় শিক্ষার্থীদের জন্য ছাড় থাকে। যে শহরে পড়তে যাচ্ছেন, সেখানে গিয়েই আগে এগুলোর খোঁজ নিতে হবে। এতে জীবনের ব্যয় অনেক কমে যাবে।
বিদেশে খাওয়ার খরচ অনেক। রেস্তোরাঁয় বারবার খেলে পকেট ফাঁকা হয়ে যাবে, তাই পড়তে যাওয়ার আগে নিজে দেশ থেকে রান্নার কাজটা শিখে যাওয়াই ভালো। নিজে রান্না করে খেলে খরচ অনেক কমবে। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস