খান একাডেমির প্রতিষ্ঠাতা সালমান খানের সঙ্গে আজ শুক্রবার রাত দশটায় অনুষ্ঠেয় শিক্ষা বিষয়ক আলোচনাটি স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানটি প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হওয়ার কথা ছিল। তবে শিগগিরই এই ‘লাইভ সেশন’ এর জন্য নতুন তারিখ ঘোষণা করা হবে।
সালমান খান পরিচিত স্যাল খান নামে। ২০০৮ সালে তিনি ‘খান একাডেমি’ নামে একটি অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম গড়ে তোলেন। গত ১২ বছরে সারা পৃথিবীতেই এর সুনাম ছড়িয়ে পড়িয়েছে। ২০১২ সালে টাইম সাময়িকী সালমান খানকে বিশ্বের ১০০ প্রভাবশালী মানুষের একজন হিসেবে স্বীকৃতি দিয়েছে। একই বছরে তিনি স্থান পেয়েছেন ফোর্বস সাময়িকীর প্রচ্ছদে।
সালমান বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকেন। তবে তাঁর বাবার বাড়ি বাংলাদেশের বরিশালে। বাংলাদেশি বংশোদ্ভূত এই শিক্ষকের সঙ্গে ‘লাইভ সেশন’ এর নতুন তারিখ ও সময় ধার্য হলে শিগগিরই তা জানানো হবে। জানতে চোখ রাখুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।