ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মুহাম্মদ সামাদকে। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল মঙ্গলবার তাঁকে এই নিয়োগ দেন। এর ফলে আরও চার বছর তিনি সহ-উপাচার্যের দায়িত্বে থাকছেন।
আগামী ২৭ মে সহ-উপাচার্য (প্রশাসন) পদে অধ্যাপক মুহাম্মদ সামাদের প্রথম মেয়াদ শেষ হবে। এরপর তাঁর দ্বিতীয় মেয়াদের কার্যকাল শুরু হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাসুম আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে গতকাল মুহাম্মদ সামাদকে দ্বিতীয় মেয়াদে নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সহ-উপাচার্য হিসেবে অধ্যাপক মুহাম্মদ সামাদের এ নিয়োগের মেয়াদ (নতুন নিয়োগ) চার বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তন করে অবসর নেওয়ার আনুষ্ঠানিকতা শেষে এই মেয়াদের অবশিষ্ট অংশ পূর্ণ করবেন। সহ-উপাচার্য পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও উপাচার্য-প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে মেয়াদপূর্তির আগেই এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে ২০১৮ সালের ২৮ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হিসেবে যোগ দেন অধ্যাপক মুহাম্মদ সামাদ। কবি হিসেবে মুহাম্মদ সামাদ সুপরিচিত। জাতীয় কবিতা পরিষদের সভাপতি তিনি। দেশের সাংস্কৃতিক আন্দোলনের প্রথম সারির একজন ব্যক্তিত্ব অধ্যাপক সামাদ। গবেষণা, কবিতা ও অনুবাদ মিলিয়ে দেশে-বিদেশে তাঁর প্রায় ৩০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর অর্ধশতাধিক গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
মুহাম্মদ সামাদ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং চীনের ইন্টারন্যাশনাল পোয়েট্রি ট্রান্সলেশন অ্যান্ড রিসার্চ সেন্টার (আইপিটিআরসি) ও গ্রিক একাডেমি অব আর্টস অ্যান্ড লেটারস ঘোষিত 'প্রাইজেস ২০১৮: ইন্টারন্যাশনাল বেস্ট পোয়েট' পুরস্কার লাভ করেন। এ ছাড়াও নানা পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।