ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সম্প্রতি ২৭ জন গবেষক পিএইচডি ও ১০ জন এমফিল ডিগ্রি অর্জন করেছেন। উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তাঁদের এসব ডিগ্রি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত শিক্ষকেরা হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধীনে মো. আবদুর রহিম, আরবি বিভাগের অধীনে মুহাম্মাদ লোকমান হাকীম ও মোহাম্মদ আমিনুল হক, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধীনে ফাতেমা ইয়াসমীন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধীনে জোহরা ইয়াসমিন, মো. শহীদুর রহমান ও নাজমা, অণুজীববিজ্ঞান বিভাগের অধীনে শাহানা শারমিন, ম্যানেজমেন্ট বিভাগের অধীনে মো. সালাহ উদ্দিন, মুহাম্মদ জিয়া উদ্দিন ও খাদিজা রহমান তানচি, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধীনে দীপ্তি সাহা, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের অধীনে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধীনে জোয়ানা বায়রন, নৃবিজ্ঞান বিভাগের অধীনে মো. আজিজুর রহমান ও সুমাইয়া হাবিব, ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের অধীনে মোছা. নাজমা পারভীন ও মো. আব্দুস সালাম, ইতিহাস বিভাগের অধীনে আহম্মেদ শরীফ, মনোবিজ্ঞান বিভাগের অধীনে আবু ইউসুফ মাহমুদ, দর্শন বিভাগের অধীনে মোহাম্মদ দাউদ খান ও মো. রফিকুল ইসলাম, মার্কেটিং বিভাগের অধীনে মোছা. তহুরা পারভীন, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধীনে ফাতেমা তাবাসসুম, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধীনে মো. আলাউদ্দিন, ফিন্যান্স বিভাগের অধীনে মোহাম্মদ মনিরুল হক জুয়েল এবং ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে এ কে এম মাকসুদুল হক।
এমফিল ডিগ্রিপ্রাপ্তরা হলেন বাংলা বিভাগের অধীনে মো. মিয়ারুল ইসলাম, সংগীত বিভাগের অধীনে মো. এনামুল হক ও সঞ্জয় পান্ডে, লোকপ্রশাসন বিভাগের অধীনে মুনীরুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের অধীনে খন্দকার হাফিজুর রহমান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে তাসনিম ইসলাম ও মো. মফিজুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধীনে অপূর্ব রঞ্জন বিশ্বাস ও মো. আবু তোহা বিশ্বাস এবং ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের অধীনে সৈকত রঞ্জন পাল।