ভিসা পাননি, জার্মানিতে আসতে পারছেন না ১৫০০ পড়ুয়া

ফাইল ছবি
ফাইল ছবি

প্রতিবছর হাজার হাজার মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী জার্মানিতে আসেন। আসেন উচ্চশিক্ষার জন্য ইউরোপের অন্যতম শিক্ষাবান্ধব এই দেশে লাল ও সবুজের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হৃদয়ে রেখে। উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম শেষে শিক্ষার্থীরা দেশসেবার মহান ব্রত নিয়ে স্বদেশে ফিরে যান এবং উদ্ভাবনের আলো নিয়ে আমাদের দেশের উন্নয়ন করেন।

দুর্ভাগ্যবশত, বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। তাঁরা জার্মানিতে আসতে পারছেন না।

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রচারণা থেকে ও ঢাকাস্থ জার্মান দূতাবাসকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় অনুরোধ করলে দূতাবাস সমস্যাটা বুঝতে পারে। গত ১ মে থেকে শিক্ষার্থীদের ভিসা কার্যক্রম আবার শুরু হয়েছিল। এ বিষয়ে জার্মান রাষ্ট্রদূত (পিটার ফারেনহোল্টজ) বাংলাদেশের উদ্দেশে একটি টুইটে বলেছিলেন, তিনি বুঝতে পারছেন যে শিক্ষার্থীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ফাইল ছবি

এই কার্যক্রম শুরুর এক মাস পর, ভিসা–সংক্রান্ত কার্যক্রম জুন মাসের শেষ সপ্তাহে আবার বন্ধ হয়ে গিয়েছিল। এরপর শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট–রিটুইট করতে থাকেন ভিসাপ্রক্রিয়া শুরুর আশায়। রাষ্ট্রদূত টুইট করে ভিসাপ্রক্রিয়ায় বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি এর কারণ হিসেবে লোকসংকটের কথা উল্লেখ করেন। একই সময়ে তিনি আশ্বস্ত করেন, দূতাবাসে একটি টিম গঠনের মাধ্যমে ‘ছাত্র ভিসা’ ইস্যুকে বিশেষভাবে বিবেচনা করা হবে। যা–ই হোক, এটা খুবই দুর্ভাগ্যজনক, টুইটের কিছুক্ষণ পরই বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত পদ থেকে অবসর গ্রহণ করেন তিনি। এরপর ৪০ দিন কেটে গেল। সম্প্রতি নতুন ভিসা টিম বাংলাদেশে গেছে। তবে তারা আগের প্রতিশ্রুতি অনুযায়ী ছাত্র ভিসা কার্যক্রম শুরু করেনি।

এদিকে অন্য দূতাবাস এবং হাইকমিশনগুলো নিজ নিজ সরকারের নিয়ম অনুসরণ করছে এবং দুই মাস ধরে ছাত্র ভিসায় কাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, নেদারল্যান্ড, নরওয়ে, সুইডেন, কোরিয়া, জাপান এবং অন্যান্য দূতাবাস কোনো সমস্যা ছাড়াই ছাত্র ভিসায় কাজ করছে। এমনকি ভিএফএস গ্লোবাল পুরোপুরি চলছে। গুরুত্বপূর্ণ একটি বিষয় লক্ষণীয় যে এসব দূতাবাসের কোনোটিতেই জার্মান দূতাবাসের মতো গত বছর থেকে হাজারো শিক্ষার্থী সাক্ষাৎকারের জন্য অপেক্ষা করছেন না। পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের পরামর্শের ভিত্তিতে বাংলাদেশ সরকারও শিক্ষার্থীদের ভিসা কার্যক্রম কঠোর বিধিনিষেধের সীমাবদ্ধতা থেকে বাদ দেয়।

একটিবার ভেবে দেখা যেতে পারে, কোনো ছাত্র দূতাবাসে ২০২০ সালের জুলাইয়ে তাঁর অ্যাপয়েন্টমেন্ট বুক করেন। তত দিনে তিনি অনলাইনে দুটি সেমিস্টার শেষ করেছেন, ব্লক মানি (থাকার খরচ) এবং টিউশন ফি পাঠিয়েছেন। এখন তাঁকে ২০২১ সালের সেপ্টেম্বরের মধ্যে ক্যাম্পাসে সরাসরি থাকতে বলা হয়েছে। আর না থাকলে তাঁর ছাত্রত্ব বাতিল হয়ে যেতে পারে বা সমস্যায় পড়তে পারেন।

অন্যান্য দেশে (যেমন ভারত, পাকিস্তান, ইরান, নাইজেরিয়া) মহামারির শুরুতে সব জার্মান মিশনই একই সমস্যার মুখোমুখি হয়েছিল। তারা সমস্যা কাটিয়ে ওঠে ও তাদের সরকার ছাত্র ভিসা দ্রুততর করার জন্য সব ধরনের সহায়তা দিচ্ছে। জার্মান দূতাবাসের সদিচ্ছাই এই সমস্যার সমাধান।

যখনই বিভিন্ন সময় দূতাবাসে ভিসা–সংক্রান্ত বিষয়ে ফোন করা হয়, উত্তরে বলা হয় যে কঠোর বিধিনিষেধের কারণে ভিসাপ্রক্রিয়া বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রণালয়ের অন্যান্য শীর্ষ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং ইস্যুটির গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। দূতাবাসের ভিসা-সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য ১ জুলাই থেকে বাংলাদেশে শুরু হওয়া দেশব্যাপী বিধিনিষেধের সময় ভিসা-সংক্রান্ত কার্যক্রম বিশেষ সেবার আওতায় আনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো শাহরিয়ার আলমও টুইট করেছেন, তিনি পুলিশ কমিশনারকে জানিয়েছিলেন যে শিক্ষার্থীদের কোনো বাধা দেওয়া উচিত নয়। বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থাও করে সরকার। এ ধরনের ছাত্রবান্ধব কর্মকাণ্ডের জন্য প্রবাসী শিক্ষার্থীরা পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব কর্মকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

বাংলাদেশ সরকারের আহ্বান ও অনুরোধের পর ঢাকাস্থ জার্মান দূতাবাস ভিসার ব্যাপারে নতুন করে পদক্ষেপ নেয়নি।

গত এক বছরে এক হাজার পাঁচ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী তাঁদের উচ্চশিক্ষার জন্য জার্মানির বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। গত ৩ সেমিস্টারে অনলাইনে ক্লাস করেছেন (গ্রীষ্ম ২০২০, শীত ২০২০/২১ গ্রীষ্ম ২০২১) শিক্ষার্থীরা। প্রায় প্রত্যেকেই ইতিমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ ইউরো জমা করেছেন। এসব শিক্ষার্থী ভিসা ইন্টারভিউ এবং ভিসার অপেক্ষায় দিন পার করছেন। ভিসার অপেক্ষায় থাকা হাজারো বাংলাদেশি শিক্ষার্থী ভিসা বিভাগটি কার্যকর রাখতে এবং প্রক্রিয়াটি দ্রুত করার জন্য জার্মান দূতাবাসের কাছে অনুরোধ জানিয়েছেন ভিসা বিভাগের কাজ চালিয়ে যাওয়ার জন্য।

জার্মানিতে গত সেমিস্টারে অনলাইনভিত্তিক কোর্স পরিচালিত হলেও, পরবর্তী শীতকালীন ২০২১ সেমিস্টার থেকে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সরাসরি ক্লাস হবে। এ অবস্থায় বাংলাদেশে জার্মান দূতাবাসের কার্যক্রম নিয়মিত পরিচালিত না হলে সময়মতো ভিসা পাওয়া অনিশ্চিত হয়ে পড়বে। হাজারো পরিবার হতাশ হবে, শিক্ষার্থীদের মনোবল ভেঙে যাবে, দেশ হারাবে সম্ভাব্য গবেষকদের। এমন পরিস্থিতিতে ঢাকার জার্মান দূতাবাসের ভিসা বিভাগের কার্যক্রম দ্রুত করা খুবই জরুরি।

জার্মানির শিক্ষাব্যবস্থা কেমন

জার্মানিতে শিক্ষাব্যবস্থা তত্ত্বীয়, ব্যবহারিক ও ইন্টার্নশিপের সমন্বয়ে পরিচালিত হয়। যদিও অনেক বিশ্ববিদ্যালয়ে তত্ত্বীয় ক্লাস অনলাইনে পরিচালিত হয় এবং ব্যবহারিক ক্লাস ও কর্মশালা ক্যাম্পাসগুলোয় পরিচালিত হয়। প্রতিষ্ঠানে শারীরিকভাবে উপস্থিত থাকা বাধ্যতামূলক। অতএব, শুধু তত্ত্বীয় ক্লাসে অংশগ্রহণ করে নিজেকে ছাত্র হিসেবে সমৃদ্ধ করার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তা ছাড়া, অনেক বিশ্ববিদ্যালয় উপস্থিতিতে তাদের চূড়ান্ত পরীক্ষা পরিচালনা করছে। সুতরাং, শিক্ষার্থীদের পক্ষে অধিকাংশ বিষয়ের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না। লাইব্রেরিতে প্রবেশের অভাবে বাংলাদেশি শিক্ষার্থীরা গবেষণাভিত্তিক পড়াশোনা থেকেও বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় শুধু ভিসা জটিলতার কারণে বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন বাংলাদেশ থেকে আসার অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা।

বর্তমানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশ নিচ্ছেন, অনেক শিক্ষার্থী নেটওয়ার্ক সমস্যার কারণে ক্লাসের লেকচার ঠিকমতো বুঝতে পারছেন না। এ অবস্থায় শিক্ষার্থীরা তাঁদের উপস্থাপনা এবং উদ্ভাবনী ক্ষমতা সঠিকভাবে উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছেন। ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস এবং স্বাস্থ্য বিমার জন্য চুক্তিবদ্ধ, তাই শিক্ষার্থীদের প্রতি মাসে বাংলাদেশ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হয়। ফলে তাঁরা সুবিধা ভোগ করতে না পারায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

দীর্ঘ প্রতীক্ষার পর, শিক্ষার্থীরা ভিসা-সংক্রান্ত সাক্ষাৎকার পেতে দেরি এবং অনিশ্চয়তার কারণে মানসিকভাবে বিপর্যস্ত এবং হতাশ হয়ে পড়ছেন। এ অবস্থায়, এক বছর অনলাইনে পড়াশোনা করার পরও ভিসাপ্রক্রিয়ার কারণে অনেক শিক্ষার্থীর একাডেমিক জীবন অনিশ্চিত হয়ে পড়েছে।

আমরা এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভিসার অপেক্ষায় বাংলাদেশের জার্মান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামগ্রিক দিক বিবেচনা করে, বাংলাদেশে জার্মান দূতাবাস সব সমস্যার সমাধানের জন্য গঠনমূলক সিদ্ধান্ত নেবে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেবে। জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়াও এ বিষয়ে সহযোগিতার চেষ্টা করছেন বলে তিনি জানান।