খুলছে কানাডার সীমান্ত, যেতে পারবেন শিক্ষার্থীরা

আন্তর্জাতিক শিক্ষার্থী, অবিবাহিত প্রেমিক-প্রেমিকা এবং গুরুতরভাবে অসুস্থ ব্যক্তির স্বজনদের জন্য খুলে দেওয়া হচ্ছে কানাডার সীমান্ত
 ছবি: সংগৃহীত

করোনাভাইরাস আতঙ্কে মার্চ থেকেই কানাডার সীমান্ত বন্ধ ঘোষণা করা হলেও এখনো পুরোপুরি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আন্তর্জাতিক শিক্ষার্থী, অবিবাহিত প্রেমিক-প্রেমিকা এবং গুরুতরভাবে অসুস্থ ব্যক্তির আত্মীয়-স্বজনদের জন্য খুলে দেওয়া হচ্ছে কানাডার সীমান্ত। আগামী ৮ অক্টোবর থেকে খুলে যাবে সীমান্ত। গত শুক্রবার দেশটি এসব সিদ্ধান্তের কথা জানায়।

কানাডার অভিবাসন ও সামাজিক নিরাপত্তা বিষয়কমন্ত্রী মার্কো মেনডিসিনো বলেছেন, প্রতিদিনের পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতি অনুকূল বলে বিবেচিত হলেই সবার জন্য খুলে দেওয়া হবে সীমান্ত। এখন শুধু আন্তর্জাতিক শিক্ষার্থী, প্রেমিক-প্রেমিকা এবং গুরুতর অসুস্থদের জন্য সীমান্ত খুলছে। তবে কানাডায় ঢুকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

মার্কো জানান, কানাডার তরুণ-তরুণীর সঙ্গে দীর্ঘ সময় যাবৎ বন্ধুত্বপূর্ণ (বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড) সম্পর্ক রয়েছে, এমন বিদেশি জুটিকে আসার অনুমতি দেওয়া হয়েছে। গুরুতরভাবে অসুস্থ অথবা কোনো কারণে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এমন লোকজনের বিদেশি স্বজনকেও অনুমতি দেওয়া হচ্ছে। কানাডার শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীরাও কানাডায় আসার অনুমতি পাচ্ছেন। অভিবাসন দপ্তরের ওয়েবসাইটে এ সংক্রান্ত আবেদনের নিয়ম জানা যাবে। নির্দিষ্ট ফরম থাকবে সেখানে। ৮ অক্টোবর থেকে বিশেষ ক্যাটাগরির লোকজনের কানাডায় প্রবেশের অনুমতি কার্যকর করা হবে। তথ্যসূত্র: সিআইসি কানাডা নিউজ