আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (এআইবিএস) ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য বাংলাদেশি নাগরিকদের পেশাগত উন্নয়ন ও গ্র্যাজুয়েট স্টুডেন্ট ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণকারীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
এআইবিএস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার বাংলাদেশ থেকে চার শিক্ষাবিদ প্রফেশনাল ডেভেলপমেন্ট ফেলোশিপ পেয়েছেন। ভিজিটিং ফেলো হিসেবে তাঁরা আয়োজক বিশ্ববিদ্যালয়ে মার্কিন ফ্যাকাল্টি সদস্যদের সঙ্গে কাজ করবেন। তাঁদের কাজের মধ্যে আছে গবেষণার অ্যাজেন্ডা তৈরি করা, লাইব্রেরি সুবিধা ব্যবহার, একাডেমিক লেখায় প্রশিক্ষণ গ্রহণ করা ও প্রকাশনা।
যাঁরা প্রফেশনাল ডেভেলপমেন্ট ফেলোশিপ পেয়েছেন, তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজলী শেহরীন ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক রবিউল ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব অ্যালাইড হেলথ সায়েন্সের ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা ইসলাম ও খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের অধ্যাপক তানজিল সওগাত।
গ্র্যাজুয়েট স্টুডেন্ট ফেলোশিপ প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অধ্যয়নরত সাত বাংলাদেশির নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন কানসাস বিশ্ববিদ্যালয়ের বুশরা নাঈম, সিরাকজ বিশ্ববিদ্যালয়ের ফারজানা কাজী, সান্তা ক্রুজের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মো. মিজানুর রহমান, অস্টিনে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের মো. মুহিব্বুর রহমান, ভার্জিনিয়া পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্টেট ইউনিভার্সিটির মো. শরিফুল ইসলাম, অস্টিনে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের শেহজাদ আরিফিন ও বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শরবানা তহুরা জামান।
এআইবিএসের সভাপতি আলী রীয়াজ বলেন, ফেলোশিপ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশি শিক্ষাবিদদের পেশাগত উন্নয়নের সুযোগ বাড়ানোর মাধ্যমে এআইবিএস বাংলাদেশের ওপর অত্যাধুনিক গবেষণা এগিয়ে নিতে চায়। তিনি এ ফেলোশিপে তহবিল দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন।