দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশর (আইইউবি) নতুন উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের রুজভেল্ট ইউনিভার্সিটির ফিন্যান্স বিভাগের রলফ এ ওয়েইল অধ্যাপক ড. তানভীর হাসান। তিনি আজ মঙ্গলবার থেকে তাঁর নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন। আগামী চার বছরের জন্য রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মো. আবদুল হামিদ আইইউবির উপাচার্য হিসেবে অধ্যাপক তানভীর হাসানকে নিয়োগ দেন।
অধ্যাপক তানভীর হাসান এর আগে কর্মজীবনে শিক্ষকতার উৎকর্ষে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন করেছেন। পাশাপাশি তিনি বিভিন্ন প্রশাসনিক দক্ষতাও প্রদর্শন করেন, যার মধ্যে রয়েছে রুজভেল্ট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রভোস্ট (প্ল্যানিং অ্যান্ড বাজেট) হিসেবে দায়িত্ব পালন, দুবার এমবিএ প্রোগ্রামের অ্যাসোসিয়েট ডিন ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন এবং রুজভেল্ট ইউনিভার্সিটির কলেজ অব বিজনেসের ফিন্যান্স অনার্স প্রোগ্রামের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন। অ্যাসোসিয়েট প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ফার্মডিসহ যৌথ প্রোগ্রাম যেমন এমবিএ/আইও সাইকোলজি, এমবিএ/এমএস ক্রিমিনাল জাস্টিস, এমবিএ/হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশনসহ আরও অনেক নতুন প্রোগ্রাম চালু করেন এবং পাঠ্যক্রমের উন্নয়ন ঘটান।
অধ্যাপক তানভীর হাসান ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ইউনিভার্সিটি অব হিউস্টন থেকে ফিন্যান্সের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের বেইলর ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে অনার্স ডিগ্রি লাভ করেন। ড. তানভীর হাসান একজন সার্টিফাইড ফ্রড একজামিনার (সিএফই), যার রয়েছে মাস্টার অ্যানালিস্ট ইন ফিন্যান্সিয়াল ফরেনসিক (এমএএফই) সনদ। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি) শেষ করেন। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজের একজন সম্মানিত অ্যালামনাই, যেখান থেকে তিনি কৃতিত্বের সঙ্গে ১৯৭৯ সালে এসএসসি এবং ১৯৮১ সালে এইচএসসি পাস করেন।
অধ্যাপক তানভীর হাসান গবেষণায় অত্যন্ত সক্রিয় এবং বিভিন্ন খ্যাতিমান ব্যবসা ও অর্থনীতিবিষয়ক জার্নালে তাঁর ৪০টিরও বেশি নিবন্ধ প্রকাশের বিশেষ কৃতিত্ব রয়েছে। অধ্যাপক তানভীর হাসান বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে স্বল্প সময়ের জন্য ভিজিটিং স্কলার/আমন্ত্রিত বক্তা হিসেবে সময় দিয়েছেন। ব্যাংক অব ফিনল্যান্ড (ফিনল্যান্ড), ব্যাংক ইন্দোনেশিয়া (ইন্দোনেশিয়া), ইনস্টিটিউট অব মাইক্রোফাইন্যান্স (বাংলাদেশ), ইউনিভার্সিটি অব শ্রী জয়াবর্ধনেপুরা (শ্রীলঙ্কা), লা ট্রোব ইউনিভার্সিটি (অস্ট্রেলিয়া), স্টকহোম স্কুল অব ইকনোমিকস (সুইডেন), ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন (নিউজিল্যান্ড), ইউনিভার্সিটি অব নাইরোবি (কেনিয়া), ইউনিভার্সিদাদ অ্যাডলফো ইবানেজে (চিলি) আমন্ত্রিত বক্তা ছিলেন তিনি।
এক ছেলে ও এক মেয়ের জনক অধ্যাপক তানভীর হাসান ভালোবাসেন ভ্রমণ করতে, সেই সঙ্গে গলফ অনুরাগী এবং শিল্পসংগ্রাহক। বিজ্ঞপ্তি