অধ্যাপক সেলিনা নার্গিস
কোষাধ্যক্ষ, আইইউবিএটি
১৯৯১ সালের জানুয়ারি মাসে আইইউবিএটি যাত্রা শুরু করে। দেশে ১৯৯২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পাস হলে ১৯৮৯ সালের আবেদনের ধারাবাহিকতায় নতুন করে আবেদন করার জন্য সরকারের পক্ষ থেকে ড. এম আলিমউল্যা মিয়ানকে অনুরোধ করা হয়। ফলে আইইউবিএটির মাধ্যমে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। শুধু বিশ্ববিদ্যালয় নয়, বেশ কয়েকটি ডিগ্রি প্রোগ্রামও দেশে আইইউবিএটি প্রথম চালু করে। ১৯৯৭ সালে আইইউবিএটি অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের সদস্য হয়, যার মাধ্যমে কমনওয়েলথের সব দেশেই আইইউবিএটির ডিগ্রি স্বীকৃতি পায়। পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে ২০০৮ সালে এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশ্ববিদ্যালয়টিকে ‘গ্রিন ক্যাম্পাস’ হিসেবে ঘোষণা দেন। সেই ধারাবাহিকতায় ইউআই গ্রিন মেট্রিক ওয়ার্ল্ড র৵াঙ্কিং অনুযায়ী আইইউবিএটি বাংলাদেশে দ্বিতীয় শীর্ষস্থান অর্জন করেছে। এ ক্ষেত্রে বিশ্বের ৮৪টি দেশের ৯১২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইইউবিএটির অবস্থান ২৫৭তম। সবুজ ক্যাম্পাস হিসেবে দেশের ভেতরেও দ্বিতীয় শীর্ষস্থানটি আমাদের।