পেশাদার ডিগ্রি দেওয়ার বৈধতা পেল আইসিজিএবি

আইসিজিএবি এর লোগো
আইসিজিএবি এর লোগো

ইনস্টিটিউট অব সার্টিফায়েড জেনারেল অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিজিএবি) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পেশাদার ডিগ্রি দেওয়ার বৈধতা ও শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়েছে।

আজ বুধবার (২৬ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই অনুমতি দেওয়া হয়। মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার জাকির হোসেনের সই করা চিঠিতে বলা হয়েছে, কিছু শর্ত সাপেক্ষে এই কার্যক্রম পরিচালনা করতে পারবে ইনস্টিটিউটটি।

শর্তগুলো হলো, কোনো কার্যালয়ের নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা যাবে না এবং দেশের পেশাদার সাধারণ হিসাবরক্ষকদের দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা পালনের লক্ষ্যে সিজিএ ডিগ্রি (ফেলো ও অ্যাসোসিয়েট নামে পেশাদার ডিগ্রি) দিতে কোর্সের বিষয়বস্তু এবং পরীক্ষার মান উন্নত করতে হবে।

বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী মন্ত্রণালয়ে দাখিল করা, আয় প্রতিষ্ঠান অথবা পেশার উন্নয়নে ব্যয় করা এবং ইনস্টিটিউটের সংঘবিধি ও সংঘস্মারক যথাযথভাবে অনুসরণ করে শিক্ষা কার্যক্রম পরিচালনার শর্তও দেওয়া হয় বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে।

আইসিজিএবির সহসভাপতি বিশ্বজিৎ সাহা প্রথম আলোকে বলেন, তাঁদের সংগঠন ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ২০০১ সাল থেকে এটি কার্যক্রম পরিচালনা করছে। এবার তাঁরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে পেশাদার ডিগ্রি দেওয়ার বৈধতা ও শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমতি পেলেন।