নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন বই। নতুন ছাপানো সেই বই গাড়িতে করে বিদ্যালয়ে নিয়ে যাওয়ার অপেক্ষায় এই শিক্ষক। গতকাল দুপুরে সিলেট সরকারি অগ্রগামী বিদ্যালয় প্রাঙ্গণে
নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন বই। নতুন ছাপানো সেই বই গাড়িতে করে বিদ্যালয়ে নিয়ে যাওয়ার অপেক্ষায় এই শিক্ষক। গতকাল দুপুরে সিলেট সরকারি অগ্রগামী বিদ্যালয় প্রাঙ্গণে

বই উৎসব ১ জানুয়ারি না নির্বাচনের পরে, তা এখনো নিশ্চিত হয়নি

শিক্ষাবর্ষের প্রথম দিন ঘটা করে সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দেওয়ার বিষয়টি রেওয়াজে পরিণত হয়েছে। খালি হাতে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে নতুন বই হাতে নিয়ে খুশি হয়ে বাড়ি ফেরে শিক্ষার্থীরা। এ নিয়ে বছরের শুরুর দিন দেশজুড়ে চলে উৎসবের আমেজ। তবে জাতীয় নির্বাচনের প্রাক্কালে আসন্ন শিক্ষাবর্ষে বছরের শুরুর দিনেই উৎসব করে বই তুলে দেওয়া হবে কি না, সেটি এখনো নিশ্চিত হয়নি।

আজ মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বই উৎসব ১ জানুয়ারি নাকি নির্বাচনের পরে হবে, সেটা নিয়ে আলোচনা চলছে।

উল্লেখ, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ সেট বই পাবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘আমরা আশা করছি। এখন এটি আমাদের আরেকটু ভাবতে হচ্ছে। যেহেতু ৭ জানুয়ারি নির্বাচন, নির্বাচন-পূর্ববর্তী সময়টা আসলে কেমন থাকবে, সেটাও আমাদের একটু বিবেচনায় নিয়ে এবং যেহেতু অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। সে কারণে আমরা এবার বই উৎসবটা ঠিক ১ তারিখে করব নাকি নির্বাচনের পরে, হয়তো ১০-১১ তারিখ করব, এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি। আমরা সার্বিক অবস্থাটা বিবেচনায় নিয়ে খুব শিগগির হয়তো সেই সিদ্ধান্ত নেব। কারণ, নির্বাচন–পূর্ববর্তী সময়টি মাথায় রাখতেই হচ্ছে।’