আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘এআইইউবি গেমস ২০২৪’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং চ্যাম্পিয়নদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (২২ ডিসেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে এআইইউবির সাফ মহিলা চ্যাম্পিয়ন এবং ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর রানার্সআপ দলকে বিশেষ সম্মান জানানো হয়। অনুষ্ঠানে পুরস্কার প্রদান করেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কারমেন জেড লামাগনা, সহ–উপাচর্য আবদুর রহমান, প্রক্টর মনজুর এইচ খান ও রেজিস্ট্রার মোহাম্মদ জাহিদুল ইসলাম খান।
অনুষ্ঠানে ১১টি ক্যাটাগরির ৫টি ভিন্ন বিভাগে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। মোট ২ হাজার ৫০০ অংশগ্রহণকারীর মধ্য থেকে ১৬০ জন চ্যাম্পিয়ন ও রানারআপকে ক্রেস্ট, প্রাইজমানি ও সনদ দেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশ মহিলা ফুটবল দলের খেলোয়াড় ও এআইইউবির শিক্ষার্থী কৃষ্ণা রানী সরকার ও সানজিদা আক্তারকে বাংলাদেশ মহিলা ফুটবলে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।
ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এ এআইইউবি দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করায় দলটিকে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। এ সময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উচ্চপদস্থ কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।