আইইএলটিএসে কোনো বিষয়ে ভালো না করলে পরীক্ষা দেওয়া যাবে আবার

বিদেশে পড়তে যাওয়ার আগে চাই ভালো আইইএলটিএস স্কোর। মডেল: শিমু ও সামি
প্রথম আলো ফাইল ছবি

ইংরেজি ভাষার দক্ষতা মাপার আন্তর্জাতিক পরীক্ষা হলো আইইএলটিএস (ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম)। বিশ্বের ১৪০টি দেশের ১০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান এ পরীক্ষার স্কোরকে ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের মানদণ্ড হিসেবে বিবেচনা করে। স্পিকিং, লিসেনিং, রাইটিং ও রিডিং—এ চার অংশ মিলিয়ে নেওয়া হয় আইইএলটিএস পরীক্ষা। স্পিকিং, লিসেনিং, রাইটিং ও রিডিং—এই চার অংশে কাঙ্ক্ষিত স্কোর না পেলে আবার পরীক্ষা দিতে হতো। এতে আবার পুরো প্রস্তুতি নিতে হতো শিক্ষার্থীদের। এ জন্য আইইএলটিএস ওয়ান স্কিল রিটেক বাংলাদেশে চালু করেছে ব্রিটিশ কাউন্সিল।

ব্রিটিশ কাউন্সিলে আইইএলটিএস পরীক্ষার্থীদের কারও প্রথম চেষ্টায় অনাকাঙ্ক্ষিত ফল এলেও এখন আর পুরো পরীক্ষা দিতে হবে না। দেশে ওয়ান স্কিল রিটেক চালু হওয়ার ফলে লিসেনিং, রিডিং, রাইটিং অথবা স্পিকিংয়ের মধ্যে থেকে যেকোনো একটি পরীক্ষা আবার দেওয়া যাবে। পরীক্ষার পদ্ধতি এবং সময় সাধারণ বিভাগভিত্তিক আইইএলটিএস পরীক্ষার মতোই হবে। তবে এর মাধ্যমে পরীক্ষার্থীরা প্রতিটি দক্ষতার ওপর আবার পরীক্ষা দেওয়ার পরিশ্রম এবং সময় বাঁচাতে পারবেন।

আইইএলটিএসে ভালো ‘স্কোর’ পেতে অনুশীলনের বিকল্প নেই

ব্রিটিশ কাউন্সিলের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সুযোগ বিশ্বের অন্য দেশেও পর্যায়ক্রমে চালু করবে ব্রিটিশ কাউন্সিল।
নতুন এই ফিচারে প্রতি সেকশনের ফরম্যাট ও সময় স্বাভাবিক আইইএলটিএস পরীক্ষার মতোই থাকবে। তবে বাকি তিনটি সেকশনের দক্ষতা যাচাইয়ের প্রয়োজনীয়তা কাটিয়ে অনেকটা সময় বাঁচাতে পারবেন পরীক্ষার্থীরা। যদি কেউ মনে করেন, প্রথম চেষ্টায় তাঁর ইংরেজি–দক্ষতার সঠিক মূল্যায়ন পাননি, তিনি ওয়ান স্কিল রিটেকের মাধ্যমে শুধু একটি স্কিলে আবার পরীক্ষা দিতে পারবেন।

নতুন করে দেওয়া নির্দিষ্ট দক্ষতাটির ফলাফলের ওপর ভিত্তি করে পরীক্ষার্থীরা চাইলে তাঁদের সুবিধামতো পুরোনো কিংবা নতুন ফলাফলের রিপোর্ট ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, নতুন ফলাফলও যদি কাঙ্ক্ষিত না হয়, সে ক্ষেত্রে চাইলে পুরোনো ফলাফলও ব্যবহার করতে পারবেন।

আইইএলটিএস ওয়ান স্কিল রিটেক বেছে নেওয়া পরীক্ষার্থীরা দ্বিতীয় টেস্ট রিপোর্ট ফর্ম পাবেন, যা অভিবাসন এবং পড়াশোনার উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। আইইএলটিএসের মূল পরীক্ষার ৬০ দিনের মধ্যেই আইইএলটিএস ওয়ান স্কিল রিটেক বুক করা যাবে।