জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিএসসি (অনার্স) ইন ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) দ্বিতীয় বর্ষে তৃতীয় সেমিস্টার পরীক্ষা ২০২৩–এর ফরম পূরণের সময় আবার বাড়ানো হয়েছে। এখন শিক্ষার্থীদের ২১ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ থাকল।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের বিএসসি (অনার্স) ইন ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) দ্বিতীয় বর্ষে তৃতীয় সেমিস্টার পরীক্ষা ২০২৩–এর ফরম পূরণের সময় আবার বাড়ানো হলো।
নির্ধারিত তারিখের পর ডাটা এন্ট্রি, নিশ্চয়ন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফরম পূরণ–সম্পর্কিত সব কাজ সম্পন্ন করতে হবে।
অনলাইনে ফরম পূরণের আবেদন চলছে ৮ সেপ্টেম্বর থেকে। ফরম পূরণ চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। কলেজ কর্তৃক শিক্ষার্থীদের ডাটা নিশ্চয়ন ২২ সেপ্টেম্বর। সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে হবে ২৫ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে।