জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল পাওয়া যাচ্ছে। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের ৬৭১টি কেন্দ্রে ১ হাজার ৯১২টি কলেজের ৩ লাখ ৫৩ হাজার ২৪৪ জন শিক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ২ লাখ ২৪ হাজার ৫৭১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৬ দশমিক ৫৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকশিত ফল সর্ম্পকে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোনো আপত্তি-অভিযোগ থাকলে ফল প্রকাশের এক মাসের মধ্যে তা পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিতভাবে জানাতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো আপত্তি-অভিযোগ গ্রহণ করা হবে না।