অর্ধবার্ষিক মূল্যায়ন নৈপুণ্য অ্যাপে আপলোডে নতুন নির্দেশনা

ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষাণ্মাসিক (অর্ধবার্ষিক) মূল্যায়ন শেষে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতা (পিআই) নৈপুণ্য অ্যাপে নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করতে নির্দেশনা অনেক শিক্ষাপ্রতিষ্ঠান মানছে না। এ কারণে মূল্যায়নের ফল প্রকাশে দেরি হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাই বাকি অর্ধবার্ষিক মূল্যায়ন কার্যক্রম শেষ করার সাত দিনের মধ্যে পিআই ইনপুট দিতে হবে। একই সঙ্গে এখন পর্যন্ত শেষ হওয়া মূল্যায়নগুলোর পিআই ১৭ জুলাইয়ের মধ্যে ইনপুট দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ১১ জুলাই এনসিটিবির চিঠিটি প্রকাশ করা হয়েছে।

সারা দেশের মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে নবমের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম চলছে। চলবে ৩ আগস্ট পর্যন্ত।

এর আগেও শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো এক নির্দেশনায় সময়সূচি মোতাবেক নির্ধারিত মূল্যায়ন কার্যক্রম শেষে যাণ্মাসিক মূল্যায়ন নৈপুণ্য অ্যাপে ইনপুট দেওয়ার নির্দেশনা আছে। কিন্তু অনেক শিক্ষাপ্রতিষ্ঠান নির্দেশনা যথাযথভাবে পালন করছে না। ফলে মূল্যায়ন–পরবর্তী ফলাফল প্রকাশে দেরি হবে। এমন পরিস্থিতিতে ইতিমধ্যে শেষ হওয়া মূল্যায়ন কার্যক্রমের পিআই ১৭ জুলাইয়ের মধ্যে নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে।

চলমান ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের পরবর্তী মূল্যায়নের পিআই নৈপুণ্য অ্যাপে ইনপুট দেওয়ার কাজটি প্রতিটি মূল্যায়ন কার্যক্রম শেষ করার পরবর্তী সাত দিনের মধ্যে শেষ করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।