ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ১২৭, নতুন জিপিএ-৫ পেল ৩৪৪, দেখুন ফল

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডসহ বিভিন্ন বোর্ডের ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুন) এ ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এ ফলাফল দেখা যাবে। এ ছাড়া এসএমএসের মাধ্যমেও মিলবে ফলাফল।

এ দিকে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ১২৭ শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩৪৪ শিক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৭২৩ শিক্ষার্থীর। এ বছর ঢাকা বোর্ডে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিল ৭০ হাজার ১২৯ জন শিক্ষার্থী। তারা ১ লাখ ৭৯হাজার ১৪৮টি খাতা চ্যালেঞ্জ করেছিল।

এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। এ বছর ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। এবারও প্রকাশিত ফলাফলে কারও কাঙ্ক্ষিত ফল না এলে পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ দেওয়া হয়। ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন ফি নির্ধারণ করা হয় প্রতি পত্রের জন্য ১২৫ টাকা। ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন ১৩ মে থেকে শুরু হয়ে চলে ১৯ মে পর্যন্ত। এরপরই আজ পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলো।

*ঢাকা বোর্ডের ফল দেখতে এখানে ক্লিক করুন