ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়
 ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে। ২৮ মে এ ফলাফল প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক নোটিশে ফলাফল ঘোষণার এ তারিখ জানানো হয়েছে। ফলাফল প্রকাশের তারিখ জানানো হলেও সময় বা ওই দিন কখন ফল প্রকাশ করা হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে গত ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষদে ১৩০টি আসন।