রুটিন প্রকাশ, প্রাথমিকে ক্লাস ৯টা থেকে সোয়া ৪টা

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য নতুন বছরের ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রকাশিত এ রুটিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক শিফট ও দুই শিফটের স্কুলগুলোর জন্য আলাদা আলাদা রুটিন প্রকাশ করা হয়েছে।

নতুন বছরে এক শিফটের স্কুলগুলোয় সকাল নয়টায় শুরু হয়ে চলবে বেলা সাড়ে তিনটা পর্যন্ত। আর দুই শিফটের স্কুলগুলোর ক্লাস সকাল নয়টায় শুরু হয়ে চলবে বিকেল সোয়া চারটা পর্যন্ত।

এনসিটিবি জানিয়েছে, ক্লাস রুটিনে পিরিয়ডের সময় ঠিক রেখে স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনে বিষয়ের বিন্যাস পরিবর্তন করতে পারবে। নতুন রুটিনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে কোনো পরীক্ষা হবে না। জুন মাসের শেষে ধারাবাহিক মূল্যায়ন (অর্ধবার্ষিক) এবং ডিসেম্বর মাসে ধারাবাহিক মূল্যায়নের শিখন অগ্রগতি প্রতিবেদন প্রণয়ন করতে হবে।

নতুন পাঠপরিকল্পনা অনুযায়ী ২০২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়গুলোয় প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিতে হবে শিক্ষকদের। ক্লাস রুটিনে পিরিয়ডের সময় ঠিক রেখে স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনে বিষয়ের বিন্যাস পরিবর্তন করতে পারবে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণির সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে নতুন কারিকুলামে পাঠদান করা হবে। এ বছর শুধু প্রথম প্রথম শ্রেণিতে নতুন কারিকুলামের পাঠদান হয়েছে

শিক্ষকদের জন্য যেসব নির্দেশনা

  • ২০২৪ শিক্ষাবর্ষে মোট কর্মদিবস এবং সাপ্তাহিক ক্লাস রুটিনের আলোকে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১–এর বার্ষিক শিখন সময়ের সঙ্গে সমন্বয় করে মাসভিত্তিক বার্ষিক পাঠপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে;

  • নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে পাঠ শেষ করতে বার্ষিক পাঠপরিকল্পনা বিদ্যালয়ের জন্য একটি গাইডলাইন। তবে শিক্ষক শিক্ষার্থীর চাহিদা অনুসারেও পাঠবিভাজন করতে পারবেন, এ ক্ষেত্রে অবশ্যই শিক্ষাবর্ষের মোট কর্মদিবসের মধ্যে কার্যকরভাবে পাঠ্যপুস্তকের বিষয়বস্তু পড়ানো শেষ করতে হবে;

  • প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে জুন মাসের শেষে ধারাবাহিক মূল্যায়নের অর্ধবার্ষিক এবং ডিসেম্বর মাসে ধারাবাহিক মূল্যায়নের শিখন অগ্রগতি প্রতিবেদন প্রণয়ন করতে হবে;

  • চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে তিনটি প্রান্তিকের নির্ধারিত সময় ও সিলেবাসে সামষ্টিক মূল্যায়ন পরিচালনা করতে হবে। এক প্রান্তিকের সিলেবাস অন্য প্রান্তিকে অন্তর্ভুক্ত হবে না।