ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ২৪টি কোর্সের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক সারওয়ার পারভেজের দেওয়া তথ্যমতে, গতকাল রোববার ২৪টি বিভাগ ও ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এগুলো হলো ইতিহাস বিভাগের প্রথম বর্ষ, দর্শন বিভাগের তৃতীয় বর্ষ, চারুকলা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষ, নৃবিজ্ঞানের দ্বিতীয় বর্ষ, আন্তর্জাতিক সম্পর্কের প্রথম বর্ষ, ফারসি ভাষা ও সাহিত্যের স্নাতকোত্তর, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান দ্বিতীয় ও চতুর্থ বর্ষ, রসায়নের প্রথম বর্ষ, সমুদ্রবিজ্ঞানের দ্বিতীয় বর্ষ, পালির তৃতীয় বর্ষ, ইসলামিক স্টাডিজের চতুর্থ বর্ষ, ইংরেজির স্নাতকোত্তর, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষ, সংস্কৃতের তৃতীয় বর্ষ, মার্কেটিংয়ের তৃতীয় সেমিস্টার, আরবির দ্বিতীয় বর্ষ, যোগাযোগ ও সাংবাদিকতার দ্বিতীয় ও স্নাতকোত্তর, শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞানের স্নাতকোত্তরের দ্বিতীয় সেমিস্টার, মনোবিজ্ঞানের প্রথম বর্ষ, হিসাববিজ্ঞানের স্নাতকোত্তর প্রথম সেমিস্টার, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্সের স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টার, ফাইন্যান্সের স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টার, উদ্ভিদবিজ্ঞানের প্রথম বর্ষ ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা ছিল।
পরে বিভাগ ও ইনস্টিটিউটগুলোয় খোঁজ নিয়ে জানা যায়, চারুকলা ইনস্টিটিউট এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান ছাড়া সব বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। চারুকলা ইনস্টিটিউটের অবস্থান মূল ক্যাম্পাস থেকে ২২ কিলোমিটার দূরে হওয়ায় ক্যাম্পাসমুখী রাস্তার জলাবদ্ধতার প্রভাব সেখানে পড়েনি। তাই নির্ধারিত সময়েই পরীক্ষা হচ্ছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রণব মিত্র চৌধুরী।
এদিকে স্থগিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, তা–ও জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ফেরিফায়েড ফেসবুক পেজে পরীক্ষাসংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে স্থগিত পরীক্ষার তারিখও জানানো হয়েছে।
প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের বিএসসি (সম্মান) ২০২১ কোর্স ৪১৪ ও ৪১৫-এর ব্যবহারিক পরীক্ষা ২৭ আগস্টের পরিবর্তে আগামী ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় শুরু হবে।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের বিএসএস (সম্মান) ২০২২-এর স্থগিত মৌখিক পরীক্ষা ৩০ আগস্ট সকাল সাড়ে ৯টায় শুরু হবে।
ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের বিবিএ তৃতীয় সেমিস্টার ফাইনাল (বিশেষ) ২০২০ কোর্স নং-২০৪–এর পরীক্ষা ৩১ আগস্ট সকাল সোয়া ১০টায় শুরু হবে।
সংস্কৃত বিভাগের এমএ ২০২২–এর কোর্স নম্বর ৫০১ থেকে ৫০৫-এর পরীক্ষাগুলো আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টায় শুরু হবে। টার্মিনাল পরীক্ষা ১৮ অক্টোবর বেলা ১১টা থেকে এবং মৌখিক পরীক্ষা ১৯ অক্টোবর সকাল ১০টায় শুরু হবে।
ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের ২০২০-২১ শিক্ষাবর্ষে (ক) এমএস ইন ফরেস্ট্রি (থিসিস ও জেনারেল গ্রুপ), (খ) এমএস ইন এনভায়রনমেন্টাল সায়েন্স (থিসিস ও জেনারেল গ্রুপ) কোর্সে ভর্তির সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। বিলম্ব ফি ছাড়া ব্যাংকে ভর্তি ফি জমা দেওয়ার তারিখ ২৪ থেকে ৩১ আগস্ট পর্যন্ত এবং বিলম্ব ফি-সহ ব্যাংকে ভর্তি ফি জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ইনস্টিটিউট অফিস এবং একাডেমিক শাখা থেকে জানা যাবে।
পালি বিভাগের চতুর্থ বর্ষ বিএ (সম্মান) ২০২১ কোর্স নং-৪০১ থেকে ৪০৮–এর পরীক্ষাগুলো আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল সোয়া ১০টায় শুরু হবে।
ক্রিমিনলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের প্রথম বর্ষ বিএসএস (অনার্স) ২০২২ কোর্স নং-১০১ থেকে ০০১ পত্রের পরীক্ষাগুলো আগামী ৩ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত এবং মৌখিক পরীক্ষা ৮ অক্টোবর প্রতিদিন সকাল সোয়া ১০টায় শুরু হবে।