জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ফল প্রকাশ, যেভাবে পাবেন শিক্ষার্থীরা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল আজ বুধবার রাত ৮টায় প্রকাশ করা হবে। এ পরীক্ষায় পাসের হার ৭১ দশমিক ২৭ শতাংশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের ১৭৬টি কলেজে ২৮টি বিষয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রাত ৮টার পর থেকে এ পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।