সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের নিচে আর এইচএসসি পরীক্ষা না দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের নিচে আর এইচএসসি পরীক্ষা না দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এবার সচিবালয়ে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, স্থগিত পরীক্ষা না দেওয়ার দাবি

স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো আর দিতে চান না পরীক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থীরা চান, ইতিমধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে, তার ভিত্তিতে এবং স্থগিত বিষয়ের পরীক্ষা এসএসসির সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হোক। এই দাবিতে আগের দিন (গতকাল সোমবার) ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাওয়ের পর আজ মঙ্গলবার সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় যে ভবনে অবস্থিত, সেই ভবনের নিচে অসংখ্য শিক্ষার্থী জমায়েত হয়ে বিক্ষোভ করছেন। তাঁরা স্লোগান দিচ্ছেন ‘আমাদের দাবি মানতে হবে’।

উল্লেখ্য, আজকেই শিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় সিদ্ধান্ত হয়েছে, এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে। আর পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে আরও ২ সপ্তাহ পিছিয়ে যাবে। শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। ঢাকা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন।

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের নিচে শিক্ষার্থীদের বিক্ষোভ

উদাহরণ হিসেবে বলা যায়, আগের যদি একটি বিষয়ে ৮টি প্রশ্নের উত্তর দিতে হতো সেখানে এখন চারটি প্রশ্নের উত্তর দিলেই হবে। তবে পরীক্ষার সময় পূর্ণ সময়েই থাকবে।  

অবশ্য এমন সিদ্ধান্ত হলেও পরীক্ষার্থীরা তাঁদের দাবিতে অনড় থেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।