বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)

বাউবির বিএ-বিএসএস পরীক্ষার সূচি প্রকাশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) বিএ ও বিএসএস পরীক্ষা-২০২২–এর ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৯ নভেম্বরে শুরু হবে পরীক্ষা। ওই দিন বাংলা ভাষা–১ ও ইসলামিক স্টাডিজ–২ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী বছরের ১ ফেব্রুয়ারি শেষ হবে পরীক্ষা। ওই দিন ভূগোল ও পরিবেশ–৩ এবং অর্থনীতি–৫ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষে প্রবেশ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের মুঠোফোন, দোষণীয় কাগজ, ব্যাগ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

রুটিন এখানে