বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তির মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জুলাই, ২০২৪ সেশনের বিএসসি ইন নার্সিং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।’
১৮ মে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিএসসি ইন নার্সিংয়ে ভর্তি পরীক্ষার ফলাফলে মোট ১৭৪ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে সাধারণ ১৫৮ জন, বীর মুক্তিযোদ্ধা কোটায় ৯ এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটায় ৭ জন।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল বিএসসি ইন নার্সিংয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে বিএসএমএমইউ। ওই বিজ্ঞপ্তিতে ১১ মে পর্যন্ত আবেদনের সময় নির্ধারণ করা হয়েছিল। পরে এক দফা সময় বাড়িয়ে আবেদনের নতুন সময়সীমা ধার্য করা হয় ১৫ মে। ওই সময়ে জানানো হয়েছিল, ২৫ মে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।