বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ পেছানো হয়েছে। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) ফল প্রকাশের কথা থাকলেও সেটি পেছানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিইউপি’র ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষার ফলাফল ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত প্রকাশিত হবে না। উক্ত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ পরবর্তী সময় জানানো হবে।’
এর আগে আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদ, সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদ, সায়েন্স ও টেকনোলজি অনুষদ ও বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এ সপ্তাহে।