বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি-এমএস রেসিডেন্সি ফেজে মার্চ-২০২৪ কোর্সে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। আগামীকাল শুক্রবার (২৪ নভেম্বর) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। আসন বিন্যাস অনুযায়ী, তিনটি কেন্দ্রে সকাল ৯টায় শুরু হবে পরীক্ষা। এমডি-এমএস রেসিডেন্সি ফেজের পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত।
কেন্দ্রগুলো হলো: বুয়েট পশ্চিম পলাশী ক্যাম্পাস, বুয়েট মূল ক্যাম্পাস ও বুয়েটের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। মেডিসিন অনুষদ, সার্জারি অনুষদ, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স, ডেনটিসট্রি অনুষদ এবং শিশু অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।