জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের স্নাতক প্রথম বর্ষ পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর থেকে পরীক্ষা শুরু। তত্ত্বীয় পরীক্ষা চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।
প্রথম দিন ১৬ অক্টোবরে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন বেলা একটায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময় প্রশ্নপত্রে উল্লেখ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে যোগাযোগ করে পরীক্ষার সময়সূচি জেনে নিতে হবে।
স্নাতক প্রথম বর্ষের পরীক্ষার সূচি দেখতে ক্লিক করুন এখানে।