বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল মাদ্রাসাগুলোর (মাধ্যমিক-সমমান) ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা আগামী ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। একই সময়ের মধ্যে দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাক্-নির্বাচনী পরীক্ষাও অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
চলতি বছরে চলমান শিক্ষাবর্ষে এ ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া হবে না। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরআন মাজিদ ও তাজবিদ, বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়ে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে।
৫০ নম্বরের প্রশ্নপত্রে ১ ঘণ্টা ৩০ মিনিট ধরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত বিষয়গুলোর যেসব অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেসব অধ্যায় এবং গত ১২ সেপ্টেম্বর থেকে শ্রেণিকক্ষে যে অধ্যায়ের ওপর পাঠদান করা হয়েছে, সেগুলোই হবে দাখিল মাদ্রাসার ষষ্ঠ থেকে দশম শ্রেণির সিলেবাস। প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে চলমান সব বিষয়ের আসাইনমেন্টের ওপর ৪০ নম্বর যোগ করতে হবে। এ ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর ১০ নম্বর যোগ করে মোট ১০০ নম্বরের মূল্যায়ন রিপোর্ট প্রদান করা হবে।