এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস: বিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

২৪. কত বছর পর ইরি হৃদে আবার প্রাণীর অস্তিত্ব ধরা পড়তে শুরু করে?

ক. ৫ খ. ৮

গ. ১০ ঘ. ১২

২৫. ব্লিচিং পাউডারের সংকেত কোনটি?

ক. NaOCl খ. Ca(OCl)Cl

গ. CaCl2 ঘ. Ca(OCl)

২৬. ওজনের সংকেত কোনটি?

ক. O3 খ. O2

গ. OH ঘ. H2O

২৭. সোডিয়াম হাইপো ক্লোরাইডের সংকেত কোনটি?

ক. NaOCl খ. Ca(OCl)Cl

গ. NaOH ঘ. NaCl

২৮. বন্যার পানি ব্যবহার করার জন্য কোনটি ব্যবহার করা হয়?

ক. ব্লিচিং পাউডার খ. ক্লোরোফর্ম

গ. সোডিয়াম হাইপোক্লোরাইড

ঘ. সোডিয়াম কার্বনেট

২৯. পানিতে নাইট্রোজেন ও ফসফেট বেড়ে গেলে কী হয়?

ক. মাছ তাড়াতাড়ি বড় হয়

খ. মাছ তাড়াতাড়ি মরে যায়

গ. প্রচুর শেওলা জন্মায়

ঘ. মাছ আস্তে আস্তে বড় হয়

৩০. মানুষের ত্বক ও ফুসফুসের ক্যানসার হয় কোন পদার্থযুক্ত পানি পান করলে?

ক. মারকারি খ. সিসা

গ. আর্সেনিক ঘ. আয়রন

সঠিক উত্তর

অধ্যায় ২: ২৪. গ ২৫. খ ২৬. ক ২৭. ক ২৮. গ ২৯. গ ৩০. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মো. আবু সুফিয়ান, শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা